খালি পদ
৬০
জব কনটেক্সট
- সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভ্যালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট) একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারি উন্নয়ন সংস্থা যা বিগত ১৯৮৫ সাল হতে শিক্ষা, স্বাস্থ্য , প্রবীণ হিতৈষী, দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এমআরএ সনদপ্রাপ্ত ও পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত সংস্থার চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচীর (মাইক্রোক্রেডিট) এবং নতুন কর্মএলাকা সম্প্রসারনের জন্য উল্লেখিত পদে সংস্থার কর্মএলাকায় গ্রামীণ জনগোষ্টির সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জরুরী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।
- কর্মএলাকা: চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলা সমূহ।
চাকরির দায়িত্বসমূহ
- N/A
চাকরির ধরন
ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা
- স্নাতক/ স্নাতকোত্তর।
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
- বয়স সর্বোচ্চ ৩৫ বছর
- শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন
- ক্ষুদ্রঋণ কর্মসূচীতে PKSF-এর সহযোগী সংস্থায় নূন্যতম ০১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- প্রার্থীদের কম্পিউটার বিষয়ে জ্ঞানসম্পন্ন ও কঠোর পরিশ্রমী মন-মানসিকতা থাকতে হবে।
- বাই সাইকেল চালানোয় দক্ষ ও নিজস্ব বাইসাইকেল থাকতে হবে।
- চাকুরিতে যোগদানের সময় উক্ত পদের বিপরীতে উল্লেখিত বেতনের সমপরিমাণ টাকা জামানত হিসেবে (ফেরতযোগ্য) জমা দিতে হবে।
কর্মস্থল
কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর
বেতন
- টাকা. ১৪৫০০ – ১৬৫০০ (মাসিক )
- প্রশিক্ষণকালীন ০১ মাস ৭০০০/= টাকা হারে ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণকাল শেষে যোগ্যতা সাপেক্ষে প্রকৃত বেতন নির্ধারিত হবে।
কোম্পানীর সুযোগ সুবিধাদি
- মোবাইল বিল প্রদান করা হবে।
- কর্ম এলাকায় বিনা খরচে একক আবাসন সুবিধা ।
- উৎসাহ ভাতা, বৈশাখী ভাতা ও সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
- শিক্ষানবীশ কাল শেষে মূল্যায়নের ভিত্তিতে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সকল সুবিধা (বাৎসরিক ইনক্রিমেন্ট, বাৎসরিক ২টি উৎসবভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, এবং গ্রাচ্যুইটি) প্রদান করা হবে।
আবেদনের পূর্বে পড়ুন
যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। ইতোপূর্বে দায়িত্ব পালনে অনিয়ম করেছেন, নারী ও শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে ছবি পাঠাতে হবে
রিজিউমি গ্রহণের উপায়
আগ্রহী প্রার্থীগণকে আগামী ২৯ শে ফেব্রুয়ারী-২০২০ ইং তারিখ বিকাল ৫টার মধ্যে নির্বাহী পরিচালক, বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্যতোলা ২কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ (সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি) সোপিরেট-এর প্রকল্প প্রধান কার্যালয়; শেখ রাসেল সড়ক,সমসেরাবাদ, লক্ষীপুর-৩৭০০. এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/এসএমএস/ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে।পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা।নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে।আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারী ২৯, ২০২০