অভ্যন্তরীণ নিরীক্ষা কর্মকর্তা (গ্রেড-০৬) হিসেবে মানব সেবা অভিযানে নিয়োগ

খালি পদ

নির্দিষ্ট নয়

জব কনটেক্সট
    `মানব সেবা অভিযান` সংস্থাটি সমাজসেবা অধিদপ্তর ও এমআরএ-র সনদপ্রাপ্ত। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজশাহী বিভাগে স্থায়ীভাবে বসবাসরত আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যোমী, অধুমপায়ী এবং গ্রাম তথা প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সাথে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে।
চাকরির দায়িত্বসমূহ
    প্রযোজ্য নয়।
চাকরির ধরন

ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা
  • স্নাতকোত্তর।
অভিজ্ঞতা
  • সর্বনিম্ন ৩ বছর
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
  • বয়স সর্বোচ্চ ৩৫ বছর
  • দেশে সুপরিচিত কোন সংস্থায় ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল

রাজশাহী

বেতন
  • পর্যবেক্ষণকাল ছয় মাস। বেতন: পর্যবেক্ষণকালে মাসিক সর্বসাকুল্যে ১৯,৩০০/-টাকা প্রদান করা হবে। স্থায়ীকরণের পরে ৬ষ্ঠ গ্রেডে ২২,৬৮০/- বেতন ও ভাতাদি প্রদান করা হবে।
কোম্পানীর সুযোগ সুবিধাদি
  • চাকুরী স্থায়ীকরনের পরে সুবিধাসমূহ: সংস্থার নিয়ম অনুযায়ী বেতনসহ অন্যান্য ভাতাদি, বছরে দুইটি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, ইনসেনটিভ ভাতা, চিত্তবিনোদন ভাতা, অর্জিত ছুটি ভাতা, বাংলা নববর্ষ ভাতা, কর্মীকল্যাণ তহবিলের সুবিধা, মৃত্যু/দুর্ঘটনাজনিত বীমা সুবিধা ও সংস্থার প্রদেয় অন্যান্য ভাতাদি প্রদান করা হবে।

    রিজিউমি গ্রহণের উপায়

    (ক) মোবাইল নম্বরসহ জীবন বৃত্তান্ত উল্লেখপূর্বক প্রার্থীকে চেনেন এমন দুই জন গণ্যমান্য ব্যক্তির নাম (মোবাইল নম্বরসহ) ও ঠিকানা উল্লেখপূর্বক প্রধান নির্বাহী বরাবর আবেদন করতে হবে।
    (খ) আবেদন পত্রের সাথে অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্ব সনদের অনুলিপি ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
    (গ) বাই-সাইকেল/মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক। (বাই সাইকেল চালানোর জন্য ৪০০/- এবং মোটর সাইকেল চালানোর জন্য ১২০০/- টাকা হারে ভাতা প্রদেয়)
    (ঘ) শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হবে।
    (ঙ) নির্বাচিত প্রার্থীদের জামানত হিসাবে ২০,০০০/- (কুড়ি হাজার) টাকা জমা দিতে হবে যা চাকুরী শেষে সার্ভিসচার্জসহ ফেরতযোগ্য।
    (চ) কাজের মান সন্তোষজনক না হলে প্রয়োজনে শিক্ষানবীশকাল আরও বাড়ানো যেতে পারে অথবা চাকুরী হতে অব্যাহতি দেয়া যেতে পারে।
    (ছ) অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই।
    (জ) নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর অভিভাবককে নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে প্রার্থী কর্তৃক `আর্থিক অনিয়ম/অর্থ তছরূপ হলে তার দায় বহন করতে সম্মত রয়েছেন`-এই মর্মে লিখিত অঙ্গিকার প্রদান করতে হবে।
    (ঝ) এই নিয়োগ বিজ্ঞপ্তি কোন কারণ দর্শানো ব্যতীত পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষন করেন।
    (ঞ) আবেদনপত্র উল্লেখিত ঠিকানায় সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে।

    আবেদন প্রেরণের ঠিকানা
    মানব সেবা অভিযান
    প্রধান কার্যালয়
    মহিষবাথান পশ্চিমপাড়া, কোর্ট স্টেশন রোড, রাজশাহী কোর্ট, রাজশাহী। মোবাইল ফোন: ০১৮৭৬-০১৪১৩২
    বিস্তারিত web: msobd.org

    আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারী ১১, ২০২০