প্রকল্প ব্যবস্থাপক (স্তর-৬) হিসেবে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি

খালি পদ

০১

জব কনটেক্সট
    দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) ১৯৮৯ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে UNICEF এর সহযোগিতায় Medical Waste Management in Gazipur City Corporation প্রকল্পে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় উল্লেখিত পদে যোগ্যতা সম্পন্ন প্রার্থী নিয়োগ করবে।
চাকরির দায়িত্বসমূহ
    N/A
চাকরির ধরন

ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা
  • স্নাতকোত্তর ।
অভিজ্ঞতা
  • সর্বনিম্ন ৫ বছর
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
  • সিটি কর্পোরেশন পর্যায়ে হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা (বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ, পরিবহন ও বিলিবন্দেজ) সম্পর্কিত কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সমন্বিত টেকসই বর্জ্য ব্যবস্থাপনা (আইএসডব্লিওএস) সর্ম্পকিত ধারণা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। সিটি করপোরেশন, সিভিল সার্জন ও হাসপাতাল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এর সাথে যোগাযোগ ও সমন্বয়ের পূর্ব অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়া হবে। ইংরেজীতে প্রতিবেদন প্রস্তুুতের পাশাপাশি কর্মী ব্যবস্থাপনা ও কর্মপরিকল্পনায় দক্ষ হতে হবে।
  • বয়স সর্বোচ্চ ৫০বছর।
কর্মস্থল

গাজীপুর

বেতন
  • বেতন সর্বসাকুল্যে ৭০,০০০/-

    রিজিউমি গ্রহণের উপায়

    আগ্রহী প্রার্থীদেরকে এক কপি ছবি, সনদপত্রের অনুলিপিসহ আগামী ২০-০১-২০২১ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) বরাবরে আবেদনপত্র নিম্নঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রে ফোন/মোবাইল নম্বর লিখতে হবে। কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা জিপিএ ২.০ এর কম গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষা নেয়া হবে। অধিকযোগ্য প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হবে। যোগ্য মহিলা ও অভ্যন্তরীণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। সকল পদে কম্পিউটার চালনা, ইংরেজিতে প্রতিবেদন তৈরি এবং যোগাযোগের দক্ষতা থাকতে হবে এবং বেতনের উপর প্রযোজ্য আয়কর উৎসে কর্তন করা হবে। প্রকল্প মেয়াদ সাত মাস। আবেদন পাঠানোর ঠিকানাঃ বাড়ি # ৭৪১, সড়ক # ৯, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭। ইমেইলে আবেদন পাঠানোর ঠিকানা: [email protected] সকল আবেদনের ক্ষেত্রে পদের নাম উল্লেখ করতে হবে।
    আবেদনের শেষ তারিখ: ২০ জানুয়ারী ২০২১
    প্রকাশ তারিখ

    ১৪ জানুয়ারী ২০২১

    কোম্পানির তথ্যাবলী

    দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK)

    ঠিকানা: হাউজ – ৭৪১, রোড – ০৯, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা – ১২০৭, বাংলাদেশ
    ওয়েব: www.dskbangladesh.org
    ব্যবসা: DSK is a national NGO registered with Social Welfare Department and NGO Affair`s Bureau and licensed by MRA. Since 1989 organization has been working in Bangladesh in the field of poverty alleviation through various development initiatives having support from PKSF, different donors and international organizations (www.dskbangladesh.org).